৩৪ বলে ৬ উইকেট হারানোর পর লিটন-মিরাজে সেশন পার
ফলোঅন এড়াতে যে কারণে বাংলাদেশকে ১২৫ রান করলেই চলবে
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এক বলও খেলা হয়নি, দ্বিতীয় দিন থেকে শুরু টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। এক দিন খেলা না হওয়ায় নিয়ম অনুযায়ী এই ম্যাচে তাই ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হবে ১২৫ রান। ৬ উইকেট হারিয়ে ৭৫ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
ফলোঅন এড়াতে এখনো প্রয়োজন ৫০ রান, হাতে আছে ৪ উইকেট।
১৩ রান নিয়ে উইকেটে আছেন লিটন দাস, তাঁর সঙ্গী মেহেদী হাসান মিরাজের রান ৩৩। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ৫ দিনের টেস্টে বাংলাদেশকে ফলোঅন করাতে লিড ২০০ রান না নিয়ে কেন ১৫০ রান নিতে হবে পাকিস্তানকে। এই প্রশ্নের উত্তর পেতে দেখে আসা যেতে পারে ফলোঅনের নিয়ম।